1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

বে লিজিংয়ের আইন লঙ্ঘন; তিনজনকে ২০ কোটি টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার বিক্রিতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় কোম্পানিটির চেয়ারম্যানসহ তিনজনকে প্রায় ২০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরা হচ্ছেন- বে লিজিংয়ের চেয়ারম্যান অধ্যাপক সুরাইয়া বেগম, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ ও তুষার এলকে মিয়া।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে আইন ভঙ্গ করে শেয়ার বিক্রি করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা, অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা এবং তুষার এলকে মিয়া কে ২ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

এছাড়াও, কোম্পানিটির শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি।

অন্যদিকে, ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকে অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিং এর কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে নিয়ন্ত্রন সংস্থা।

আলমগীর কবির, এফসিএ সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০ বছর ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ