আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২৫ কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইসলামি ফাইন্যান্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, বার্জার পেইন্টস, ফার কেমিক্যাল, ইন্টারন্যাশনাল লিজিং, আরএকে সিরামিক, রানার অটো, নাহি অ্যালুমিনিয়াম, তিতাস গ্যাস, ক্রাউন সিমেন্ট, ইনডেক্স এগ্রো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ই-জেনারেশন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল বিস্কুট, নিয়ালকো, আইটিসি, এডিএন টেলিকম, সাইফ পাওয়ারটেক।
এর মধ্যে, ফার কেমিক্যাল, রানার অটো, নাহি অ্যালুমিনিয়াম, তিতাস গ্যাস, ক্রাউন সিমেন্ট, ইনডেক্স এগ্রো, ই-জেনারেশন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল বিস্কুট, নিয়ালকো, আইটিসি, এডিএন টেলিকম, সাইফ পাওয়ারটেক ৩০ জুন,২০২৪ অর্থবছরের নিরিক্ষিীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। সভা শেসষে লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
অন্যদিকে, বাকি কোম্পানিগুলো চলতি অর্থবছরের প্রথম ও তৃতীয় (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।