পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭ কোম্পানি ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : অলটেক্স, খুলনা পাওয়ার, এসিআই লিমিটেড, বিডি কম, পেনিনসুলা চিটাগাং, টেকনো ড্রাগস, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এসিআই ফর্মূলেশন, রংপুর ফাউন্ড্রি, সালভো কেমিক্যাল, এএমসিএল (প্রাণ), সামিট এলায়েন্স পোর্ট, অ্যাডভেন্ট ফার্মা, সাফকো স্পিনিং, রিংশাইন, হা-ওয়েল টেক্সটাইল, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, বিডি ল্যাম্পস, এশিয়া ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, ম্যারিকো, প্রাইম ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্স।
কোম্পানিগুলোর মধ্যে অলটেক্সের ২৯ অক্টোবর, বিকাল ৩টায়; খুলনা পাওয়ারের ২৭ অক্টোবর, বিকাল ৪টায়; এসিআই লিমিটেডের ২৮ অক্টোবর বিকাল ৪টায়; বিডি কমের ২৮ অক্টোবর, বিকাল ২.৩০টায়; পেনিনসুলা চিটাগাংয়ের ২৮ অক্টোবর, বিকাল ৪টায়; টেকনো ড্রাগসের ২৭ অক্টোবর, বিকাল ৩টায়; ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২৭ অক্টোবর, বিকাল ৪টায়; এসিআই ফর্মূলেশনের ২৮ অক্টোবর, বিকাল ২.৪৫টায়; রংপুর ফাউন্ড্রির ২৭ অক্টোবর, বিকাল ৪টায়; সালভো কেমিক্যালের ২৭ অক্টোবর, বিকাল ৩টায়; এএমসিএলের (প্রাণ) ২৭ অক্টোবর, বিকাল ৩টায়; সামিট এলায়েন্স পোর্টের ২৮ অক্টোবর, বিকাল ২.৩৫টায়; অ্যাডভেন্ট ফার্মার ২৮ অক্টোবর, বিকাল ৩টায়; সাফকো স্পিনিংয়ের ২৮ অক্টোবর, বিকাল সাড়ে ৪টায়; রিংশাইনের ২৭ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায়; হা-ওয়েল টেক্সটাইলের ২৮ অক্টোবর, বিকাল ৫টায়; গ্রামীণফোনের ২৮ অক্টোবর বিকাল ৩টায়; ব্র্যাক ব্যাংকের ২৮ অক্টোবর বিকাল ৩টায়; ইউনাইটেড ফাইন্যান্সের ২৪ অক্টোবর, বিকাল ৩টায়; বিডি ল্যাম্পসের ২৭ অক্টোবর বিকাল ৩টায়; এশিয়া ইন্স্যুরেন্সের ২৮ অক্টোবর, বিকাল ৩.১৫টায়; স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৪ অক্টোবর, বিকাল ৩টায়; কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২৪ অক্টোবর বিকাল ২.৩০টায়; হাক্কানি পাল্পের ২৪ অক্টোবর, বিকাল ৩টায়; ম্যারিকোর ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টায়; প্রাইম ব্যাংকের ২৮ অক্টোবর, বিকাল ৩টায় এবং ইসলামিক ফাইন্যানন্সের বোর্ড সভা ২৪ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলো মধ্যে অলটেক্স, খুলনা পাওয়ার, এসিআই লিমিটেড, বিডি কম, পেনিনসুলা চিটাগাং, টেকনো ড্রাগস, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এসিআই ফর্মূলেশন, রংপুর ফাউন্ড্রি, সালভো কেমিক্যাল, এএমসিএল (প্রাণ), সামিট এলায়েন্স পোর্ট, অ্যাডভেন্ট ফার্মা, সাফকো স্পিনিং, রিংশাইন ও হা-ওয়েল টেক্সটাইলের বোর্ড সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আর গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, বিডি ল্যাম্পস, এশিয়া ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, ম্যারিকো, প্রাইম ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে।