1. info.aniisur@gmail.com : শেয়ারখবর : শেয়ারখবর
  2. info.saiiful@gmail.com : Admin : Admin
  3. nayanbabuofficial@gmail.com : nayan : nayan
  4. newsuploder@gmail.com : news uploder : news uploder
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

ইরান বড় ভুল করেছে, চড়া মূল্য দিতে হবে: নেতানিয়াহু

  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২ অক্টোবার) লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তাঁর দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।’

‘ইরান বুঝতে পারবে’ মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি, সেটাই বলবৎ থাকবে। যে আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করব।’

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলে ২০০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।

এর আগে ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এর পরপর ইসরায়েলে ইরানি হামলার খবর পাওয়া গেল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ