1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেন ও দরবৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই-০১ আগাস্ট) ৩৯৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে ও দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সাপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৭৮ শতাংশ টেকনো ড্রাগসের। অন্যদিকে সমাপ্ত সাপ্তাহে টেকনো ড্রাগসের শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ৮১ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৩ টাকা ৫০ পয়সায়।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেম লিমিটেডের সপ্তাহজুড়ে গড়ে ২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের বিদায়ী সপ্তাহে গড়ে শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৭ লাখ টাকার।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অগ্নি সিস্টেম লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। আর ১১ দশমিক ২৯ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে এনআরবি ব্যাংক লিমিটেড।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, এনআরবি ব্যাংক, লাভলো আইসক্রিম, সি পার্ল, স্কয়ার ফার্মা, ইউনিলিভার, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লিব্রা ইনফিউশনস, ওয়ান ব্যাংক, মিরাকল ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ মেটেরিয়ালস, ইউনাইটেড ফাইন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ