1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

প্রেসক্লাবের সামনে দুই বাসে আগুন, সাত ককটেল বিস্ফোরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার পর কে বা কারা বাস দুটিতে আগুন দেয়। এছাড়া প্রেসক্লাব এলাকায় ৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্যও মেলেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাজাহান বলেন, রাত ৮টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ জরা হয়। খবর পেয়ে ৮ টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ৮ টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা ও হতাহতের খবরের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

এই আন্দোলনকে কেন্দ্র করে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা ও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় ৭ জন নিহত ও কয়েক শত আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের ঢাকাসহ ৪ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ