1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে সমতা লেদার

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৩ বার দেখা হয়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে ৬১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১২ জুন) সমতা লেদারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ৬৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড।

বুধবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, ইউনিলিভার, লিগ্যাসি ফুটওয়্যার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ