1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

তাপপ্রবাহ থাকতে পারে ১৮ মে পর্যন্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

আবারও ফিরে এলো তাপপ্রবাহ। বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় গতকাল সোমবার প্রায় সারা দেশেই তাপমাত্রা বেড়েছে। তবে দেশের সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহকে ‘মৃদু’ শ্রেণিতেই ফেলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ মঙ্গলবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শনিবার পর্যন্ত। বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতিও। তবে রবিবার থেকে আবার বৃষ্টি বেড়ে কমতে শুরু করবে তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি অনেকটাই কমে গেছে।

ফলে তাপমাত্রাও বেড়েছে। আগামী ১৮ মে (শনিবার) পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। ফলে সামনে তাপপ্রবাহের আওতাধীন এলাকা আরো বাড়তে পারে। এ সময় মূলত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। ১৯ মে থেকে আবার বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমা শুরু করবে।’

এর আগে গত ৩১ মার্চ থেকে শুরু হয়ে টানা ৬ মে পর্যন্ত প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ। এটি রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে দেশের ইতিহাসে একটানা তাপপ্রবাহের সবচেয়ে বড় রেকর্ড। ধীরে ধীরে বৃষ্টি বাড়ায় ৭ থেকে ১২ মে পর্যন্ত ছয় দিন কোথাও তাপপ্রবাহ ছিল না। তবে বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় গতকাল সোমবার সারা দেশেই তাপমাত্রা বেড়েছে।

ছয় দিন বিরতি দিয়ে তাই তাপপ্রবাহও ফিরে এসেছে আবার। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা অঞ্চলভেদে স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি বেশি ছিল। আগের দিনের তুলনায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.৫ ডিগ্রি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাত্র তিন জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, ২০ মিলিমিটার। এ ছাড়া ঢাকায় পাঁচ মিলিমিটার ও নোয়াখালীর হাতিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টিপাত কম থাকতে পারে আজও। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টি আরো কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার শুধু রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে।

গতকালের মতো আজও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল বুধবার দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ