ঈদুল আজহা উপলক্ষে গত ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) বন্ধ রয়েছে। ছুটি শেষে সোমবার (০৩ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে উভয় পুঁজিবাজারে লেনদেন চালু হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঈদুল আজহায় সরকারি ছুটি তিন দিন। ঈদের আগের দিন শুক্রবার, ঈদের দিন শনিবার ও ঈদের পরের দিন রোববার। ঈদে বাড়তি কোনো ছুটি যোগ হয়নি। ফলে সোমবার থেকে খুলছে পুঁজিবাজার।