1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

আয় কমেছে বস্ত্র খাতের ১১ কোম্পানির

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪৭টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১১টি কোম্পানির। একই সময়ে আয় বেড়েছে ২০টির, লোকসানে ১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আয় কমে যাওয়া কোম্পানিগুলো হলো- আর্গন ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, ভিএফএস থ্রেড, মুন্নু ফেব্রিক্স, আরএন স্পিনিং, তসরিফা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, হা-ওয়েল টেক্সটাইল, সিঅ্যান্ডএ টেক্সটাইলস, ড্রাগন সোয়েটার এবং স্কয়ার টেক্সটাইল।

আর্গন ডেনিমস

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৭ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৫৭ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৪৫ পয়সা আয় হয়েছিল।

ইভিন্স টেক্সটাইল

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৭ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ১২পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ১৯ পয়সা আয় হয়েছিল।

ভিএফএস থ্রেড ডাইং

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৩ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৩২ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৫৪ পয়সা আয় হয়েছিল।

মুন্নু ফেব্রিক্স

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯ পয়সা।

আরএন স্পিনিং

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৬ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ০৯ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৩৪ পয়সা আয় হয়েছিল।

তসরিফা ইন্ডাস্ট্রিজ

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। গত বছর একই সময়ে ৩৯ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৩১ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ৯৮ পয়সা আয় হয়েছিল।

কুইন সাউথ টেক্সটাইল

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৮ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৭ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ২৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৭৪ পয়সা আয় হয়েছিল।

হা-ওয়েল টেক্সটাইল

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ১ টাকা ৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ৩৯ পয়সা।

সিঅ্যান্ডএ টেক্সটাইলস

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা।

ড্রাগন সোয়েটার

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫০ পয়সা।

স্কয়ার টেক্সটাইল

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ১৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএসি ছিল ৪ টাকা ১৩ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ