চট্টগ্রামে গত কয়েকটি সিরিজে দর্শক উপস্থিতি ছিল খুবই কম। তবে আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ঘিরে চোখে পড়ার মতো দর্শকের আগ্রহ দেখা গেছে। গতকাল ম্যাচের আগের দিন অবশ্য স্টেডিয়াম রোডের কোল ঘেঁষা বিটেক মোড় ফাঁকাই ছিল।
আজ সেখানে কিছুটা ভিন্ন চিত্র। ম্যাচ শুরুর বেশ আগে থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে দেখা গেছে দর্শকদের। এখানে জানিয়ে রাখা ভালো, প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং নিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচ দিয়েই দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশ দলে ফিরেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর সঙ্গে পেস বোলিং বিভাগে আছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের।বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিও শুরু হয়ে যাচ্ছে এই সিরিজের মধ্যে দিয়ে। যেসব জায়গা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে সেসবের সমাধান মিলতে পারে পাঁচ ম্যাচের এই সিরিজে। এই কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণাও অপেক্ষায় রয়ে গেছে।
বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশঃ
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।