1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

আইপিডিসি’র মুনাফায় বড় পতন, রিজার্ভ থেকে ডিভিডেন্ড

  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
IPDC-Finance-

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের ২০২৩ সালের ব্যবসায় পতন হয়েছে। যাতে কোম্পানিটিকে আগের বছরের ধারাবাহিকতায় ডিভিডেন্ড দিতে ব্যবহার করতে হবে রিজার্ভ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্সের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। যার পরিমাণ ২০২২ সালে হয়েছিল ২ টাকা ৪৩ পয়সা। এই হিসাবে কোম্পানিটির ইপিএস কমেছে ১.৫১ টাকা বা ৬২ শতাংশ।

কোম্পানিটির পর্ষদ ২০২২ সালের ব্যবসায় ৯২ পয়সা ইপিএসের বিপরীতে ১০ শতাংশ (৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাং বোনাস) বা প্রতিটি শেয়ারে ১ টাকা ডিভডেন্ড ঘোষণা করেছে। যা মুনাফার ১০৯ শতাংশ। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৯ শতাংশ রিজার্ভ থেকে দেওয়া হবে।

এর আগের বছরে ২ টাকা ৪৩ পয়সা ইপিএসের বিপরীতে ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল আইপিডিসি ফাইন্যান্সের পর্ষদ।

উল্লেখ্য, ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আইপিডিসি ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ৩৭১ কোটি ৯ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২৬৮ কোটি ৯৪ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের কম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ