1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
share top

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিদায়ী সপ্তাহের মঙ্গলবার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) শেয়াবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৭৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৯৪ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.০৪ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের ১৮ কোটি ৩৪ লাখ টাকা, গোল্ডেন সনের ১৫ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ১৫ কোটি ১০ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১২ কোটি ২৩ লাখ ১০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ১০ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা, ফরচুন সুজের ১০ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ০২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ