1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

ব্যাটিং ভরাডুবিতে মাত্র ৮৯ রানে অলআউট বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বুধবার হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচেও বাংলাদেশ শিবিরে সেই পুরোনো চিত্র। প্রথম দুই ওয়ানডেতে ৯৫ ও ৯৭ রানে অলআউট হওয়ার পর শেষ ওয়ানডেতে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে গেছে নিগার সুলতানার দল।

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আরও অল্পতে গুটিয়ে যেতে পারত টিম টাইগ্রেস। ৬৩/৯ থেকে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের লড়াইয়ে ৮৯ রানে পৌঁছায় বাংলাদেশের। দশম উইকেটে আসা ২৬ রান স্বাগতিকদের ইনিংসের সর্বোচ্চ জুটি।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪ বল খেলে ০ রানে ফেরেন ওপেনার সুমাইয়া আক্তার। আরেক ওপেনার ফারজানা হক করেন ৫ রান। দুই ওপেনারের ব্যর্থতার পর আসা-যাওয়ার মিছিলে ছিলেন মুর্শিদা, রিতু মনি ও ফাহিমা খাতুনরাও। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হাল ধরার চেষ্টা চালালেও ইনিংস বড় করতে পারলেন না।

ইনিংসের সবচেয়ে বড় জুটিটা এসেছে দুই টেলএন্ডার ব্যাটারের কাছ থেকে। দশম উইকেটে মারুফা আক্তার ও সুলতানা খাতুনের জুটিতে ২২ বলে ২৬ রানের সুবাদে দলীয় সংগ্রহ ৮৯ রানে গিয়ে থামে। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান এসেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল চারজন। টাইগ্রেস পেসার মারুফা আক্তার অপরাজিত থাকেন ১৫ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট সংগ্রহ করেছেন কিম গ্রার্থ এবং অ্যাশলে গার্ডনার। এ ছাড়া এলিসা পেরি নেন ২ উইকেট। প্রথমবার সিরিজ খেলতে এসেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে অস্টেলিয়াকে করতে হবে ৯০ রান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ