তিন যুগ আগে পারিবারিক দ্বন্দ্বে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তিন আসামিকে খালাস দিয়েছেন আদালাত। বুধবার (১৩ মার্চ) ঢাকার বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে বেশ কয়েকবার এই কোডের রায় পেছানো হয়। গত ২০ বছর বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালতে রায়ের পর দিন ছিল। কিন্তু এদিন বিচারক ছুটিতে আদালতের বিচারের রায়ের রায় শেষ হওয়ার জন্য ১৩ মার্চ তারিখ ধার্য্য করেন।
গত ২৫ জানুয়ারি বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসানের রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্যের উত্তর রায়ের শেষ দিন ৮ তারিখ ধরে ধরেন। কিন্তু দক্ষিণ দিন রায় প্রস্তুত না পুলিশ বিচারক রায় পরবর্তী পিছিয়ে ২০ তারিখে ধার্য্য ধরে।
১৯৮৯ তারিখে ২৫ জুলাই সগিরা মো. মেঘকে সগিরা স্বামীর করা প্রশ্ন মারুফ রেজা ও আনাস মাহমুদকে আসামি করা হয়। ২০২০ সপ্তাহের ১৬ জানুয়ারি জেলা পুলিশ কমিশনার পুলিশ ব্যুরো অবভেস্টিগেশনের (বিআইআই) পরিদর্শক ইসলাম আদালতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।