গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের প্রধান আন্তেনিও গুতেরেস। গতকাল সোমবার (১১ মার্চ) এক সংবাদ সম্মেলনে পবিত্র রমাজন মাসে গাজায় বোমা হামলা এবং রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সি।
গণমাধ্যমটি জানিয়েছে, সংবাদ সম্মেলনে গাজায় প্রাণহানির ঘটনা এড়াতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব মানবাধিকার সংস্থাটির প্রধান। তিনি বলেন, আজকে আমার জোরালো আবেদন হলো বন্দুক নীরব করে রমজানের চেতনাকে সম্মান করা এবং সমস্ত বাধা অপসারণ করে গাজায় প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সকল সহায়তা নিশ্চিত করা।
যুদ্ধবিরতির পাশাপাশি তিনি এসময় জিম্মিদের মুক্তির বিষয়েও জোর দেন। নির্বিচারে হত্যা এড়াতে আমাদের কাজ করতে হবেও বলে মন্তব্য করেন গুতেরেস।
তিনি আরো বলেন, যে গণহত্যা আমরা গত কয়েক মাস যাবৎ প্রত্যক্ষ করছি তা আমি জাতিসংঘের প্রধান হওয়ার পর থেকে নজিরবিহীন। গাজায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় তিনি রাফায় ইসরায়েলি হামলার পরিকল্পনাকে ভয়াবহ উল্লেখ করে সতর্ক করেন। তিনি বলেছেন, ইসরায়েল এই পরিকল্পনা গাজাবাসীর দুর্ভোগ আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে।
যুক্তরাষ্ট্রসহ যেসকল দেশ যুদ্ধবিরতির জোর চেষ্টা চালাচ্ছেন। তাদের উদ্দেশে গুতেরেস বলেছেন, তারা মানবিক যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা চালাচ্ছেন অথচ এই সংঘাতে বিপর্যস্ত পরিবারগুলোকে উদ্ধার করা জরুরি।