1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

ল্যাবএইডের লাইসেন্স বাতিল ও ১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে রিট

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজার মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, ল্যাবএইড ও সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

জানা গেছে, রেজার পরিবারের পক্ষ থেকে করা চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর ঘটনায় রাহিব তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে।

সোমবার (১১ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে।

রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এন্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজা (৩১) নামের এই যুবকের মৃত্যু অভিযোগ উঠে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে।

রাহিব রেজার স্বজনদের অভিযোগ, ল্যাবএইড হাসপাতালে পরীক্ষার রিপোর্ট না দেখেই রাহিব রেজাকে অ্যানেস্থেশিয়া প্রয়োগ করা হয়।

শারীরিক জটিলতার মধ্যেই এন্ডোস্কোপি করা হয়। যে কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং একপর্যায়ে শারীরিক অবস্থা আরও জটিল হলে তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ