ইসরায়েলি হামলায় একদিনে আরো ৮৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১৩০ ফিলিস্তিনি। গতকাল রোববার (১০ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, শেষ একদিনে উপত্যকাটির অন্ত্যত আট স্থানে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এতে প্রাণ হারিয়েছেন ৮৫ জন। এছাড়া আহত হয়েছেন আরো ১৩০ ফিলিস্তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইসরায়েলি অবরোধের ফলে সেখানে পৌঁছতে পারছে না উদ্ধারকর্মীরা।
এছাড়া ক্ষুধা ও পানিশূন্যতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। জাতিসংঘের তথ্য বলছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৭২ শতাংশ নারী এবং শিশু হতাহতের শিকার হয়েছেন।
গত পাঁচ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় অন্তত ৩১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত এসব মানুষের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় আরো ৭২ হাজার ৬৫৪ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) অস্থায়ী রায়কে লঙ্ঘন করে গাজা উপত্যকায় আক্রমণ অব্যাহত রেখেছে তেল আবিব।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।