1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৫ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৬৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে মন্নু ফেব্রিক্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৯ লাখ ১১ হাজার ১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৩ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোটাইলসের ৮৯ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা, ফরচুন সুজের ৮৯ কোটি ৯০ হাজার টাকা, বিডি থাই এ্যালুমিনিয়ামের ৮৭ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৮৪ কোটি ৩৪ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৭৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৭৫ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকা এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৭২ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ