আমাদের পেটে ব্যথা হলেই ধরে নিই, এটি হয়তো আলসার বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে। কিন্তু পেটে ব্যথা শুধু এই কারণেই হয়, বিষয়টি কিন্তু মোটেও তা নয়। পাচনতন্ত্রের যে কোনো অঙ্গ থেকেও পেটে ব্যথা হতে পারে। তাই পেটে ব্যথার কারণ ভিন্ন হতে পারে। আসুন জেনে নিই, পেটে ব্যথা যে কারণে হতে পারে–
১. অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হলে হঠাৎ করে তীব্র পেট ব্যথা হতে পারে। ডানপাশের পেটের নিচের দিকে প্রচণ্ড রূপে এ ব্যথা হয়।
২. গ্যাসট্রাইটিসের কারণেও হতে পারে। এছাড়া বমি বমি ভাব ও বমি হতে পারে। এর ফলে গ্যাস্ট্রিক-আলসার ও রক্তপাত হতে পারে।
৩. কিডনির পাথর মূত্রনালীতে চলাচল করলে পেটে ব্যথা হতে পারে। পিঠের নিচের দিকে এ ব্যথা শুরু হয়। এটি তলপেটে ছড়িয়ে পড়ে।
৪. অ্যান্টিবায়োটিক, মাদক প্রতিরোধ, উচ্চ রক্তচাপ, প্রদাহ বা জ্বালাপোড়া প্রতিরোধের ওষুধের কারণে হতে পারে।
৫. প্যারাসাইট বা জীবাণু ও কৃমি পেটে চলে গেলে হতে পারে। দূষিত পানীয় ও পানি পান বা সাঁতার কাটার কারণে এ জীবাণু পেটে চলে যেতে পারে।
৬. ফ্যালোপিয়ান টিউব, জরায়ু বা ডিম্বাশয়ে ব্যাকটেরিয়ার আক্রমণে পেটে ব্যথা দেখা দেয়। ফলে নাভির নিচে প্রচণ্ড ব্যথা হতে পারে। এসটিডির কারণেও এ ব্যথা দেখা দেয়।
৭. মানসিক চাপের কারণেও হতে পারে। এ ছাড়া বদহজম, ব্যথা ও ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএসের মতো রোগ দেখা দিতে পারে।
৮. সাধারণত পেপটিক আলসারের কারণে পেটের উপরের দিকে মাঝ বরাবর ব্যথা হতে পারে। খাওয়ার পরপরই এই ব্যথা শুরু হয়।
৯. ত্রুটিযুক্ত গর্ভধারণ বা গর্ভাশয়ের বাইরে নিষিক্ত ডিম্বাণু বিকশিত হতে শুরু করলে তখন ব্যথা হতে পারে।