শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশের আয় হয়েছে ২ হাজার ১৬৪ কোটি ৬২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৬৯৮ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫২১ কোটি ৪৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩০ কোটি ৮২ লাখ টাকা।
এতে দেখা যায়, আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৯ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৫ পয়সা।