1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

নতুন প্রোডাক্ট আনছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) নতুন প্রোডাক্ট নিয়ে আসছে। প্রোডাক্টগুলো হচ্ছে- প্রাইম ইনভেস্ট শরীয়াহ, প্রাইম ইনভেস্ট প্রবাসী, প্রাইম ইনভেস্ট ওমেন ও প্রাইম ইনভেস্ট ইয়ুথ।

পিবিএসএল সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ১৮ ফেব্রুয়ারি প্রোডাক্টগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ উপলক্ষ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট একটু অনুষ্ঠানের আয়োজন করেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোডাক্টগুলো উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে ইস্টকোস্ট গ্রুপের কর্ণধার ও প্রাইম ব্যাংকের পরিচালম আজম জে চৌধুরী, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান সি কি কে মুস্তাক আহমেদ উপস্থিত থাকবেন।

জানা গেছে, আলোচিত প্রোডাক্টগুলো হচ্ছে ব্যাংক ডিসক্রিশিয়নারি (Bank’s Discretionary) প্রোডাক্ট। বর্তমানে দেশের পুঁজিবাজারে এই ধরনের প্রোডাক্ট নেই বললেই চলে।

উল্লেখ, ব্যাংক ডিসক্রিশিয়নারি প্রোডাক্ট বলতে এমন বিনিয়োগ হিসাবকে বুঝানে হয়, যেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার যাচাই-বাছাই ও সিদ্ধান্ত অনুসারে গ্রাহকের জন্য শেয়ার কিনে থাকে। প্রতিষ্ঠান তার রিসার্চ, অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে গ্রাহকের হয়ে শেয়ার কেনা-বেচা করে থাকেন। এতে সাধারণ বিনিয়োগকারী, বিশেষ করে যাদের পুঁজিবাজার সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা কম এবং নানা কারণে হালনাগাদ তথ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার সুযোগ কম-তাদের বিনিয়োগের ক্ষেত্রে এসব প্রোডাক্ট সহায়ক ভূমিকা রাখবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ