1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

বড় লোকসানে ৯ কোম্পানির বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
stock -markrt-lose

বিদায়ী সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) উত্থান পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজার। তবে সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে পতন হয়েছে। পতনের বাজারে ‘বি’ গ্রুপের ৯ কোম্পানির বিনিয়োগকারীরা বড় লোকসানে রয়েছে। কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর শেয়ারে ১০ শতাংশ থেকে প্রায় ১৬ শতাংশ লোকসানে রয়েছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, অলিম্পিক এক্সেসরিজ, ইভিঞ্চ টেক্সটাইল, রূপালী ব্যাংক, প্যাসিপিক ডেনিমস, পেনিসুলা চিটাগাং এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৫.৭৬ শতাংশ।

লোকসানের দ্বিতীয় স্থানে অবস্থান করেছে ইয়াকিন পলিমারের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২.৪৬ শতাংশ।

আলোচ্য সপ্তাহে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের দর কমেছে ১২.৪৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১২.২৬ শতাংশ এবং ইভিঞ্চ টেক্সটাইলের ১১.৪৮ শতাংশ, রূপালী ব্যাংকের ১১.২৪ শতাংশ প্যাসিপিক ডেনিমসের ১১.০৪ শতাংশ, পেনিসুলা চিটাগাংয়ের ১০.৫১ শতাংশ এবং দেশবন্ধু পলিমার লিমিটেডের ১০.২৫ শতাংশ।

এছাড়া, ‘বি’ গ্রুপের জাহিন স্পিনিংয়ের দর কমেছে ৯.৯০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৯.৮৮ শতাংশ, কেএন্ডকিউ বাংলাদেশের ৯.৭৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৬৪ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯.৫৪ শতাংশ, এনার্জি পাওয়ারের ৯.৫১ শতাংশ, এসকে ট্রিমসের ৯.৫০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.১২ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.০৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.০৯ শতাংশ এবং কেয়া কসমেটিক্সের ৯.০৯ শতাংশ।

কোম্পানিগুলোর শেয়ারদর কমার কারণে বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ