1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : nayan : nayan
  4. [email protected] : news uploder : news uploder
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

আজ দর পতনের শীর্ষে যে ১০ কোম্পানি

  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
top 10 loser1

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৫৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ফ্যামিলিটেক্সের শেয়ারের দাম আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আগের দিন কোম্পানিটির দাম ছিল ৪ টাকা ৭০ পয়সা যা আজকে কমে ৪ টাকা ৪০ পয়সা হয়েছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৬ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানির আগের দিন শেয়ারের দাম ছিল ৪৭ টাকা ৮০ পয়সা যা আজকে কমে হয়েছে ৪৪ টাকা ৮০ পয়সা। দর হারানোর তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড। কোম্পানিটির দাম আগের দিন ছিল ৬ টাকা ৬০ পয়সা যা কমে আজকে ৬ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৬ দশমিক ৬ শতাংশ কমেছে।

এদিন দরপতনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান করে নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের দাম ৫ দশমিক ৮৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৭১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৬১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৫ দশমিক ৪০ শতাংশ, আরামিত সিমেন্ট লিমিটেডের ৫ দশমিক ১৮ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ