1. [email protected] : শেয়ারখবর : শেয়ারখবর
  2. [email protected] : Admin : Admin
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ বার দেখা হয়েছে
gainer-Top-Ten

বিদায়ী সপ্তাহে (০৪ ফেব্রুয়ারি-০৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৯ লাখ ৮৯ হাজার ৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২৪৭ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১৭.৪৪ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ৭২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৬ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯ লাখ ৮০ হাজার ২১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৯ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ২১৮ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ২০২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৮৩ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার, অলিম্পিক অ্যাক্সেসরিজের ১৭৫ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার, ফরচুন সুজের ১৭৩ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৬০ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকার এবং ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের ১৫০ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ